শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮

বায়োফ্লক

বায়োফ্লকের জন্য প্রয়োজনীয় জিনিষঃ

  1. ট্যাঙ্ক
  2. Mesh
  3. কার্পেট
  4. তারপুলিন
  5. Aeration Blower
  6. Air Stone
  7. Aeration Pipe
  8. TDS মিটার
  9. রকসল্ট
  10. PH মিটার
  11. CoCO3
  12. প্রোবায়োটিক
  13. মোলাসেস
  14. তাপমাত্রা মিটার
  15. Imhooff Cone
  16. এমোনিয়া টেষ্ট কিট

উপরের ধারাবাহিকতা অনুযায়ী নিচে বিস্তারিত আলোচনা করা হলোঃ

১. ট্যাঙ্ক

1. সাবান দিয়ে ট্যাঙ্ক ধুতে হবে
২. শুকাতে হবে ১ দিন
৩. ৫০০০ লিটার পানি দিতে হবে
৪. ৪৮ ঘন্টা বাতাস দিতে হবে
৫. টিডিএস মাপতে হবে (১৪০০ থেকে ১৮০০ টিডিএস বানাতে হবে)
৬. দুপুরে ১ কেজি লবন (রকসল্ট) প্রতি হাজার লিটারে
৭. পি এইচ ৬ থেকে ৮ রাখতে হবে ।
৮. ৬ এর নিচে থাকলে বিকালে চুন (CaCO3) প্রতি এক হাজার লিটারে ৫ এমএল (১ টেবিল চামচ) দিতে হবে।
৯. প্রতি লিটারে ৫ এমএল প্রোবায়োটিক দিতে হবে এবং মোলাসেস দিতে হবে তার দ্বীগুন ১০ এম এল রাতে।
প্রথম এই ডোজটা দেওয়ার পর প্রতিদিন ১এম এল প্রোবায়োটিক এবং ৫ এম এল মোলাসেস যুক্ত করতে হবে প্রতি হাজার লিটার পানিতে ৭ দিন পর্যন্ত?
১০. ৩ থেকে ৭ দিন এয়ারেটর চালু রাখতে হবে।
৭ দিন পরে মাছ ছাড়তে হবে এবং তারপরে আস্তে আস্তে ফ্লক তৈরী হবে। ১১. ফ্লক তৈরী হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
খাবার ব্যবস্থাপনা
১. স্টান্ডার্ড নিয়ম হচ্ছে সম্পূর্ণ মাছের ওজনের ৫% খাবার দিতে হবে প্রতিদিন ২ বার বা ৩ বারে ভাগ করে।
তবে মাছের খাবারের চাহিদা মাফিক খাবার দিতে হবে।
শর্তঃ
১. মাছ ছাড়ার ১২ ঘন্টার আগে খাবার দেওয়া যাবেনা।
২. বৃষ্টির দিন খাবার দেওয়া যাবেনা। (অল্প দেওয়া যেতে পারে)
৩. মাছের খাবারের চাহিদার দিকে খেয়াল রাখতে হবে।
পানি ব্যবস্থাপনা
১. সি এন (কার্বন নাইট্রোজেন) রেশীও মেইনটেইন করতে হবে। (২০ থেকে ৪০ পার্সেন্ট ফ্লক মেইনটেইন করতে হবে)
২. পি এইচ ৬ থেকে ৮ রাখতে হবে। প্রতি ১০০০ লিটার পানিতে CaCO3 অথবা ডোলোমাইট ১ টেবিল চামচ (৫ এম এল) ব্যবহার করতে হবে যদি পি এইচ ৬ এর কম হয়। আর যদি বেশী হয় তাহলে পি এইচ রিডিউসার ব্যবহার করতে হবে।
৩. পানি আঠালো বা দুর্গন্ধ হলে ৩০% থেকে ৫০% পানি ফেলে দিতে হবে এবং নতুন পানি দিয়ে আবার প্রোবায়োটিক এবং মোলাসেস দিতে হবে।
তাপমাত্রাঃ
সবচেয়ে ভালো গ্রোথ হয়ে ২৭ থেকে ৩২ পর্যন্ত তাপমাত্রা মেইনটেইন করলে।
১৮ থেকে ৪০ পর্যন্ত মাছে বেচে থাকবে।

PH = potential of Hydrogen = 6.0 to 8.0
TDS = Total Dissolved Solids = 1400 to 1800
Oxygen Pump = 200 to 250 per minutes for 10000 liter
Inhoof cone = 30% to 40%
1. Imhoff cone (vitlab)
2. TDS meter
3. ph meter
4. temperature meter
5. ammonia meter
Fcr = total food / fish weight
For generating flock you should control the temperchar minimum 20 deg
below 3 diameter 6/7mm rod
5 to 6 inc difference between mesh
above 3 diameter above 10mm
6 to 9 inc difference between mesh
Height of tank
maximum 1.20 Meter
water level will be 1 CM
Blank will be .20 CM
Aearation 6 Ta for 10 ML size for 10000 Leter Water
Need Aearator 300 leter per minutes for rui katla
Need Aearator 120 to 150 leter per minutes for sing and pungush
Mainly need aearator 1000 leter 20 to 25 letter per minutes
Tank Size for 10000 leters water:
4 meters = 13.12335958 Feet = 157.480315 inches
Height: 1.2 meters = 3.937007874 Feet = 47.2440945 inches
water level = 1 meter = 3.280839895 Feet = 39.3700787 inches
DO - 5 to 15 PPM
PPM = Parts Per Million

বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

সি,এস,এস হোভার মেনু সি,এস,এস হোভার মেনু শুধুমাত্র display: none, display: block এবং parent আর child এর খেলার নাম। অর্থাৎ প্রথমে child element কে display: none করতে হবে আবার এই child element কেই display: block করতে হবে যখন parent element হোভার হবে। উদাহরণঃ HTML : CSS : ul.dropdown { display: none; } ul li:hover ul.dropdown { display: block; } উপরের উদাহরণে “ul.dropdown” হচ্ছে child element “ul li” parent element এর। সুতরাং প্রথমে “ul.dropdown” child element কে display: none করা হয়েছে। তারপর “ul.dropdown” child element কে display: block করা হয়েছে যখন তার parent element “ul li” কে হোভার করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

Css3 Flexbox


CSS3 Flexbox



display: 
flex | flex-inline;
flex-direction:
row | row-reverse | column | column-reverse;
justify-content:
flex-start | flex-end | center | space-between | space-around;
align-items:
flex-start | flex-end | center | baseline | stretch;
flex-wrap:
wrap | wrap-reverse | nowrap;
align-content:
flex-start | flex-end | center |space-between | space-around | stretch;
flex-flow: 
flex-direction flex-wrap;
order: 
number;
align-self:
flex-start | flex-end | center | baseline | stretch | auto;
flex: 
flex-grow flex-shrink flex-basis | auto;



Css3 display

Display = flex | inline-flex
display: flex = item গুলো block আকারে থাকবে।
display: inline-flex = item গুলো inline-block আকারে থাকবে।

Css3 flex-direction

flex-direction: row | row-reverse | column | column-reverse;
flex-direction: row = item গুলো এক রো-তে থাকবে, বাম দিকে চেপে থাকবে এবং ধারাবাহিকতা বজায় থাকবে।
flex-direction: row-reverse = item গুলো এক রো-তে থাকবে, ডান দিকে চেপে থাকবে এবং ধারাবাহিকতা উল্টে যাবে।

flex-direction: column= item গুলো এক কলামে থাকবে, উপর দিকে চেপে থাকবে এবং ধারাবাহিকতা বজায় থাকবে।
flex-direction: column-reverse = item গুলো এক কলামে থাকবে, নিচের দিকে চেপে থাকবে এবং ধারাবাহিকতা উল্টে যাবে।

Css3 Justify-content

Justify-content = flex-start | flex-end | center | space-between | space-around
Justify-content = এখানে content এর উদ্দেশ্য item আর justify এর উদ্দেশ্য item গুলো কিভাবে সাজানো হবে। এটা কাজ করে ডানে বামে।
Justify-content: flex-start = item গুলো ডান দিকে চেপে যাবে।
Justify-content: flex-end = item গুলো বাম দিকে চেপে যাবে।
Justify-content: center = item গুলো মাঝামাঝি থাকবে।
Justify-content: space-between = item গুলো পরষ্পরের তুলনায় সমান জায়গা নেবে। container এর জন্য কোন জায়গা রাখবেনা।
Justify-content: space-around = item গুলো container এর তুলনায় সমান জায়গা নেবে। অর্থাৎ container এর জন্য যতটুকু জায়গা নেবে item এর জন্যও ততটুকু জায়গা নেবে।

সোমবার, ২২ আগস্ট, ২০১৬

Standard responsive width for CSS3 Media Queries from Bootstrap

/* Extra small devices (phones, less than 768px) */
@media screen and (max-width: 767px) {
}

/* Small devices (tablets, 768px and up) */
@media (min-width: 768px) and (max-width: 991px) {
}

/* Medium devices (desktops, 992px and up) */
@media (min-width: 992px) and (max-width: 1199px) {
}

/* Large devices (large desktops, 1200px and up) */
@media screen and (min-width: 1200px) {
}


I use following media queries :

/*=======================================
=            Media Queries              =
========================================*/

/* Portrait & landscape phone */
@media (max-width : 480px) {

}

/* Landscape phone to portrait tablet */
@media (max-width : 768px) {

}

/* Large desktop */
@media (min-width : 1200px) {

}

বুধবার, ২২ এপ্রিল, ২০১৫

মোবাইল সিমের তথ্য

মোবাইল ব্যালেন্স
GP              *566#
BL              *124#
Tele Talk    *152#
Robi           *222#
Airtel          *778#

ইন্টারনেট ব্যালেন্স
GP              *566*10#
BL              *222*3#
Tele Talk    u>111
Robi           *8444*88#
Airtel          *778*36#

সিমের নাম্বার
GP              *2#
BL              *511#
Tele Talk    *551#
Robi           *140*2*4#
Airtel          *121*6*3#

বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১০

লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই।

সেদিন আওয়াজ শুনে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি একটি রাজনৈতিক দলের মিছিল হচ্ছে। তাদের শ্লোগান ছিল, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। শ্লোগানের লড়াইয়ের উদ্দেশ্য ছিল অপর একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে। শ্লোগানটি শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। একাত্তরে আমরা (বাংলাদেশীরা) অনের রক্ত ও জীবনের বিনিময়ে স্বাধীন করেছিলাম এ দেশকে একটি স্বাধীন ও শান্তিপূর্ণ দেশ হিসাবে দেখবো বলে। যেখানে থাকবেনা মারামারি, কাটাকাটি, হানাহানি। যেখনে রক্ষা করা হবে জনগণের পূর্ণ অধিকার। আমরা ভায়ে ভায়ে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলবো সোনার বাংলাদেশ। এজন্য তো স্বাধীন করা হয়নি যে, একজন আরেকজনকে তুচ্ছ ভেবে তার রক্ত নিয়ে হোলি খেলবে। জনগনের আগে ক্ষমতাসীনদের অধিকারকে বড় করে দেখা হবে। জনগনের অধিকার হবে গৌন বিষয়। এ লড়াইয়ে যারা আহত হয় বা হয় নিহত তাদের স্বজনদের চোখের পানি ঝরে। যারা লড়াই করে এ লড়াইয়ে না হয় তাদের কোন লাভ বা জনগনের লাভ। কিন্তু যারা পর্দার অন্তরালে বসে তাদেরকে পরিচালনা করে তাদের অনেক লাভ হয়। আমি কোন রাজনৈতিক দল করিনা। কোন রাজনৈতিক দলের সমর্থনও করিনা কারণ, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝে যেসব গুণাবলী থাকা দরকার সেসব গুণাবলী বর্তমানে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের মাঝে খুঁজে পাইনা। তবে রাজনীতির জন্য এমন একটি রাজনৈতেক দলের আশায় আছি যারা তাদের প্রতিটি কদম রাখার পূর্বে কদম রাখাটা ন্যায়সঙ্গত হচ্ছে কি-না তা ভেবে দেখবে। পাবো কি দেখা কখনো সেই রাজনৈতিক দলের দেখা?